বিশ্ববিদ্যালয় গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন জমা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
আজ রোববার সকাল ১১টা ৪০ মিনিটে অধ্যাপক রেবা মণ্ডলের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কার্যালয়ে সিলগালা প্রতিবেদনটি জমা দেয়।
প্রতিবেদনটি আজই হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এইচ এম আলী হাসান।
তিনি বলেন, 'হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা যেকোনো তদন্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পর্যায়ের একজন কর্মকর্তার কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন।'
প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কমিটির কোনো সদস্যই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
সিলগালা থাকায় প্রতিবেদনে কী আছে সে সম্পর্কে অবগত নন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয়।
এই ঘটনায় মোট ৩টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ ও হাইকোর্টের নির্দেশে কুষ্টিয়া জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অন্য কমিটিগুলোও তাদের কার্যক্রম গুছিয়ে এনেছে এবং যথাসময়ে প্রতিবেদন জমা দেবে বলে কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করে জানিয়েছেন।
Comments