মেসিরাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল, দাবি দি পলের

বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসরেই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের তাদের ইতিহাস অনেক সমৃদ্ধ। অনেক অনেক নামীদামী মহাতারকারা খেলেছেন এই দলে। সেখানে দেশটির ইতিহাসের সেরা দল কোনটি এ নিয়ে বিতর্ক থাকছেই। তবে বর্তমান আর্জেন্টিনাকে দলকে নিজেদের দেশের ইতিহাসের সেরা দল বলে দাবি করলেন মিডফিল্ডার রদ্রিগো দি পল।

অনেকেই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল বলতে ২০০৬ সালের দলকে সামনে আনেন। লিওনেল মেসি, হুয়ান রোমান রিকিয়েলমে, হার্নান ক্রেস্পো, কার্লোস তেভেজ, পাবলো আইমার, হ্যাভিয়ের মাসচেরানো, রবার্তো আয়ালা, হুয়ান পাবলো সোরিনদের মতো খেলোয়াড়রা ছিলেন সেই দলে। কিন্তু এতো এতো তারকা খেলোয়াড়দের ফলাফল দিতে পারেনি তারা।

অন্যদিকে বর্তমান আর্জেন্টিনা দল তো বিশ্বকাপের আগে টানা জয়ের রেকর্ড নিয়েই গিয়েছে। জিতেছে সম্ভাব্য সব শিরোপা। কাতার বিশ্বকাপের আগেও দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সে সময়ের দলও এতোটা সফল ছিল না যতোটা রয়েছে বর্তমান দলের। তাই বর্তমান দলকে সেরা বলে দাবি করেন করেন দি পল।

মূলত কোচ লিওনেল স্কালোনির প্রশংসা করতে গিয়ে উঠে আসে এ প্রসঙ্গ। দি পলের ভাষায়, 'সে (স্কালোনি) একেবারে ভিত্তি থেকে সবকিছু করেছে। সে অনেক কিছু সেট করে দলকে তৈরি করেছে। অধিনায়ক এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সহায়তায় তিনি ১৯ জন খেলোয়াড়কে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরতে শিখিয়েছিলেন।'

'সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি ছিল বন্ধুত্ব, আমরা ক্যাম্পে এবং মাঠে খুব ঘনিষ্ঠ বন্ধু। খুব ভালো বন্ড গঠিত হয়েছিল, যা এত খেলোয়াড় থাকাকালীন অবস্থায় সহজ নয়। কিন্তু এটা সবসময় খুব স্পষ্ট ছিল যে জাতীয় দলের প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে আমাদের ধাঁধার অংশটি কী। আমি মনে করি আমরা তৈরি করেছি। সবাই আমাকে ক্ষমা করবেন, আমাদের দেশের সেরা জাতীয় দল আমরাই,' নিজেদের সেরা দাবি করে এমনটাই বলেন এ মিডফিল্ডার।

আর কেন এ কথা বলেছেন তার যুক্তিগুলোও দারুণভাবে দিয়েছেন এ অ্যাতলেতিকো তারকা, 'আমি এটা অহংকার থেকে বলছি না, এর থেকে অনেক দূরে থাকি আমি। আমি মনে করি, (পূর্ববর্তী) জাতীয় দলে যারা আমাদের চেয়ে ভালো খেলোয়াড় ছিল, কিন্তু দল হিসেবে আমরা বর্তমান সময়ের সব চ্যাম্পিয়নদের পরাজিত করেছি। সবশেষ আমেরিকান চ্যাম্পিয়ন (ব্রাজিল), সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন (ইতালি) এবং সবশেষ বিশ্ব চ্যাম্পিয়ন (ফ্রান্স)।'

'এটা সহজ ছিল না, আমরা অপরাজিত থেকে কোয়ালিফাই করেছি। বলিভিয়ায় আমরা ১৫ বছর পর জিতেছি, পেরুতেও আমরা কতদিন পর জিতেছি, জানি না, আমরা না হেরে জয়ের রেকর্ড ভেঙেছি। একটি দল হিসাব, এই জাতীয় দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু করেছে এবং জনসাধারণের সঙ্গেও যুক্ত হয়েছে... লোকেরা দেখেছে যে আমরা ফ্যান যারা জার্সি রক্ষা করার সুযোগ পেয়েছি,' যোগ করেন দি পল।

আর্জেন্টিনার সমৃদ্ধ ইতিহাস জেনেও এমন দাবি করেছেন এ মিডফিল্ডার, 'আমি কাউকে রাগাতে চাই না কারণ আর্জেন্টিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া অনন্তকালের চাবিকাঠি কারণ আমরা চিরকাল থাকব। আপনি এএফএ গ্রাউন্ডে প্রবেশ করলে আপনি ৭৮ ও ৮৬'র চ্যাম্পিয়নদের ছবি দেখেন এবং আপনি তাদের দিকে তাকিয়ে থাকেন। এবং এখন আমরাও সেখানে থাকব। এটা অবিশ্বাস্য।'

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

1h ago