টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্পিন শক্তির উপর নির্ভর করেছে স্বাগতিকরা। একাদশে আছেন তিন স্পিনার ও দুই পেসার। এক সিরিজ পর দলে আসা তাইজুল ইসলাম একাদশেও জায়গা করে নিয়েছেন। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ।
তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে সেরা সমন্বয় পেয়েছে বাংলাদেশ।
ব্যাটিং লাইনআপেও আছেন সম্ভাব্য সেরারা। এক সিরিজ পর ফেরা অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামবেন ছন্দে থাকা লিটন দাস। তিনে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষ ইংল্যান্ড খেলাচ্ছে তিনজন পেসার। জোফরা আর্চার, মার্ক উডের সঙ্গে আছেন ক্রিস ওকস। একাদশে জায়গা হয়নি পেস অলরাউন্ডার স্যাম কারানের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, দাবিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
Comments