মার্শাল আর্ট শিখেছিলাম ‘কিল হিম’ সিনেমার জন্য: অনন্ত জলিল

কিল হিম
'কিল হিম' সিনেমার শুটিংয়ে অনন্ত জলিল ও রুবেল। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক অনন্ত জলিল মার্শাল আর্ট হিরো রুবেলের সঙ্গে গতকাল থেকে শুটিং করছেন 'কিল হিম' সিনেমার। এ কারণে মার্শাল আর্ট শিখেছিলেন অনন্ত জলিল। এবার এই দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। 

অনন্ত জলিল দ্য ডেইলি  স্টারকে বলেন, 'গতকাল থেকেই "কিল হিম" সিনেমায় রুবেল ভাইয়ের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি। এই সিনেমায় তার বিপরীতে অ্যাকশন করব বলেই মার্শাল আর্ট শিখেছিলাম। আমি তার অনেক বড় ভক্ত। এই সিনেমায় প্রতিটা চরিত্রেই চমক আছে। বর্ষা এখানে ব্যতিক্রমধর্মী একটা চরিত্রে অভিনয় করেছে। যা দর্শকদের জন্য চমক হয়ে থাকবে।'

চলতি বছরের প্রথম থেকে মো. ইকবাল পরিচালিত 'কিল হিম' সিনেমার প্রথম ভাগের শুটিং সম্পন্ন হয়েছিল। এখন চলছে শেষ অংশের শুটিং। সিনেমাটিতে অনন্তের বিপরীতে আছেন বর্ষা। 
এছাড়াও আরও অভিনয় করছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।

আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago