আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই২২

স্মার্টফোনটির ৫.৫ মাল্টি টার্বো প্রযুক্তির কারণে একটানা প্রায় ৫ ঘণ্টা গেমিং পারফরম্যান্সও পাওয়া যায়। এ ছাড়া ফোনটির ৫ হাজার এমএএইচ ব্যাটারিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ২০ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যায়।
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই২২
ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই২২ । ছবি: সংগৃহীত

ভিভো তাদের ওয়াই সিরিজের স্মার্টফোনের তালিকায় সর্বশেষ সংযোজন করেছে ওয়াই২২। 

ভিভোর ওয়াই২২ স্মার্টফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, হেলিও জি৩ প্রসেসর, সাইড-মাউন্টেড ফিঙ্গার সেন্সর, ৪ জিবি র‌্যাম, ১২০ জিবি স্টোরেজ যেটা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 

স্মার্টফোনটির ৫.৫ মাল্টি টার্বো প্রযুক্তির কারণে একটানা প্রায় ৫ ঘণ্টা গেমিং পারফরম্যান্সও পাওয়া যায়। এ ছাড়া ফোনটির ৫ হাজার এমএএইচ ব্যাটারিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ২০ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যায়।

এ ছাড়া স্মার্টফোনটিতে একটি ৫ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগা পিক্সেল মাইক্রো ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, পেছনে ফ্ল্যাশ লাইট এবং নাইটগ্রাফি, মাল্টি-স্টাইল পোর্ট্রেট ও ভিডিও ফেস বিউটি ফিচার রয়েছে।

ভিভো ওয়াই২২ দুটি রংয়ে পাওয়া যায়: মেটাভার্স গ্রিন এবং স্টারলিট ব্লু। আজ বৃহস্পতিবার ফোনটি বাজারে আসার কথা রয়েছে। 

ভিভো২২ স্মার্টফোনটির দাম পড়বে ১৯,৯৯৯ টাকা।

 

Comments