ব্রাজিল দলে নতুন মুখের ছড়াছড়ি

প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ৯ জন ফুটবলার। এরমধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল থেকেই আছেন পাঁচ খেলোয়াড়।

বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন কাসেমিরো-ভিনিসিয়ুসরা। নতুন শুরুতে আমূল বদলে গেছে ব্রাজিলিয়ান দল। কাতার বিশ্বকাপে খেলা ২৬ জনের মধ্যে নেই ১৬ জনই। দারুণ চমক উপহার দিয়ে নতুন ৯ জন খেলোয়াড়কে ডেকেছেন ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচ র‌্যামন মেনেজেস।

আগামী ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছেন ব্রাজিল। এই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচ মেনেজেস। ইনজুরির কারণে এ দলে নেই নেইমার, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তারকা খেলোয়াড়রা। আর ৩৯ বছর বয়সী দানিয়েল আলভেজ ধর্ষণের অভিযোগে এখন রয়েছে কারাগারে।

এছাড়া গোলরক্ষক আলিসন, রাফিনহা, পেদ্রো, ফাবিনহো, দানিলো, থিয়াগো সিলভা, ব্রুনো গিমারেজ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের রাখেননি এ কোচ।

দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ৯ জন ফুটবলার। এরমধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল থেকেই আছেন পাঁচ খেলোয়াড় - গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ত রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিতোর রোকি। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত তরুণরা রয়েছেন স্কোয়াডে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলকিপার: এডেরসন, মাইকায়েল, ওয়েভারটন।

ডিফেন্ডার: আর্থুর, এমারসন রয়্যাল, অ্যালেক্স তেয়েস, রেনান লোদি, ইবানেজ, এদের মিলিতাও, মার্কুইনহোস ও রবার্ত রেনান।

মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা ও রাফায়েল ভেগা।

ফরোয়ার্ড: অ্যান্তনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতর রোকি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago