বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজও শীর্ষে

ছবি: ইউএনবি

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে অবস্থান করছে ঢাকা। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৮৮। অর্থাৎ ঢাকার বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর'।

প্রসঙ্গত, ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বিবেচনা করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে বিবেচনা করা হয় 'ঝুঁকিপূর্ণ'।

ভারতের মুম্বাই, চীনের বেইজিং ও থাইল্যান্ডের চিয়াং মাই যথাক্রমে ২০৩, ১৯৮ ও ১৯২ স্কোর নিয়ে তালিকার পরবর্তী দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হল—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago