আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন পেশার নারীদের ভাবনা

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের দিন হিসেবে পালন করা হয়। সব বাধা-বিপত্তি পেরিয়ে সাফল্যের সঙ্গে বিভিন্ন পেশায়, বিভিন্ন স্থানে নারীর পদচারণা।

নারীদের সাফল্য, ভাবনা ও তাদের চাওয়া-পাওয়ার কথা জানব আজকের স্টার স্পেশালে।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago