গিলের সেঞ্চুরি ও কোহলির হাফসেঞ্চুরিতে ভারতের পাল্টা জবাব
ব্যাটিং সহায়ক উইকেটে পুরো সুবিধা আদায় করে নিচ্ছে ভারতও। তরুণ ওপেনার শুবমান গিল করেছেন সেঞ্চুরি। লম্বা সময় পর হাফসেঞ্চুরি পেয়ে অপরাজিত আছেন বিরাট কোহলি। তাতে অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিছে স্বাগতিকরা।
আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পর ভারতও সেই পথে হাঁটছে। শনিবার তৃতীয় দিনের খেলা শেষে তারা ৩ উইকেটে ২৮৯ রান করেছে। তবে এখনও দলটি পিছিয়ে আছে ১৯১ রানে।
স্পিন সহায়ক উইকেটে সিরিজের আগের তিন টেস্টের ফয়সালা হয় মাত্র তিন দিনেই। তবে চলমান ম্যাচের উইকেট এখনও ব্যাটারদের জন্য যথেষ্ট উপযুক্ত।
ঘরের মাঠে সাদা পোশাকে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন গিল। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ছন্দে থাকা এই ব্যাটার খেলেন ১২৮ রানের ইনিংস। তার ২৩৫ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা।
দীর্ঘ এক বছর ও ১৫ ইনিংস পর টেস্টে ফিফটির দেখা পান কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক ক্রিজে অপরাজিত আছেন ৫৯ রানে। তার সঙ্গী রবীন্দ্র জাদেজা খেলছেন ১৬ রানে।
আগের দিনের বিনা উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। উদ্বোধনী জুটিতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৭৪, দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারার সঙ্গে ১১৩ ও তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন গিল। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তাকে বিদায় করেন অজি অফ স্পিনার নাথান লায়ন।
১০৭ বলে ফিফটি স্পর্শ করা কোহলির সঙ্গে জাদেজার অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটের রান ৪৪। এই দুজন আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
Comments