এসেনসিয়াল ড্রাগসের ৪৭৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ৪৭৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করে ২ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ইডিসিএল থেকে ৪৭৭ কোটি টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, দুদক ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ ও রুল দেন।
শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, দুর্নীতিবাজদের একটি অংশ সিন্ডিকেট তৈরি করে গুরুতর অনিয়ম করছে।
সরকারি অডিটে ইডিসিএল থেকে ৪৭৭ কোটি টাকা লুটপাটের বিষয়সহ ৩২টি অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছে হাইকোর্ট বেঞ্চ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনা খানম কলি প্রয়োজনীয় নির্দেশনার জন্য হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করেন।
হাইকোর্ট রুল শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেছেন।
Comments