গরমে ট্রেন্ডি স্কার্ট

ছবি: সংগৃহীত

চলে এসেছে গরম। এই সময় একটু ঢিলেঢালা কাপড় পরতেই সবাই পছন্দ করে। এতে স্বাচ্ছন্দ্যেও থাকা যায়, থাকা যায় ট্রেন্ডের সঙ্গেও। স্কার্টের ট্রেন্ড যেন কখনোই পুরনো হয় না। ৬০-৭০ এর দশকের মতো এখনো দাপটে আছে স্কার্ট।

পলকা ডট প্রিন্টেড স্কার্ট, লং স্কার্ট, বেল স্কার্ট, মেটালিক প্লিটেড স্কার্ট, পেনসিল স্কার্ট, পলকা মিডি স্কার্ট, লেহেঙ্গা স্কার্টসহ আরও অনেক স্কার্ট অনায়াসেই অনলাইন কিংবা শপিং মলে পেয়ে যাবেন। নিজেকে সুন্দরভাবে উপস্থাপনে নিজের সঙ্গে মানানসই স্কার্ট বেছে নিতে হবে।

বটম নিয়ে অনলাইনে কাজ করা 'সরলা'র স্বত্বাধিকারী মানসুরা স্পৃহা বলেন, 'এবার প্রচুর মানুষ ঝুঁকেছে স্কার্টের দিকে। স্কার্ট আরামদায়ক হওয়ায় বেড়েছে এর চাহিদা। এজন্য বাজারেও মিলছে নানা প্যাটার্ন, নানা ডিজাইনের স্কার্ট।'

স্কার্টের ধরনের তো আর শেষ নেই। চলুন জেনে নিই কিছু স্কার্টের বিষয়ে।  

প্লিটেড স্কার্ট

স্কার্ট বহু বছর ধরেই ফ্যাশন ট্রেন্ডে ইন। এ বছর পরতে পারেন প্লিটেড স্কার্ট। লং, মিড ও শর্ট—৩ ডিজাইনের প্লিটেড স্কার্ট রয়েছে বাজারে। এগুলোর সঙ্গে পরতে পারেন ক্রপ টপ কিংবা টাক ইন টপ।

জিন্সের স্কার্ট

বন্ধুদের সঙ্গে আড্ডায় পরতে পারেন এমন স্কার্ট। এই ধরনের স্কার্ট পরলে বেশ স্টাইলিশ দেখায়। তবে এর সঙ্গে অবশ্যই সঠিক টপ বেছে নিন।

লেহেঙ্গা স্কার্ট

লেহেঙ্গা স্কার্ট অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। স্টোন বা কারচুপি কাজের জমকালো লেহেঙ্গা স্কার্ট পরে বিয়ে বা যেকোনো পার্টিতে অংশ নিচ্ছেন নারীরা।

মেটালিক প্লিটেড স্কার্ট

জমকালো রাতের পার্টিতে এই স্কার্ট দারুণ মানাবে। যে কোনো চেহারাতেই মানানসই এই স্কার্ট।

বেল স্কার্ট

এই স্কার্ট আপনাকে আকর্ষণীয় লুক দিবে। এর সঙ্গে পরুন শার্ট। এই কম্বিনেশনে প্রশংসা পাবেন অনেকের।

লং স্কার্ট

লং স্কার্টের চল সবসময়ই থাকে। ঘরে কিংবা বাইরে লং স্কার্ট পরতে পারেন। যেকোনো অনুষ্ঠানে মানানসই লং স্কার্টের সঙ্গে যে কোনো টপই বেশ মানিয়ে যায়।

হাই ওয়েস্ট স্কার্ট

প্রায় সবারই পেটে বেশি পরিমাণে মেদ জমে। এক্ষেত্রে পরতে পারেন হাই ওয়েস্ট স্কার্ট। এটি কোমরের ওপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত হয়ে থাকে। এর সঙ্গে হাই হিল জুতা বেশ মানাবে। সন্ধ্যার কোনো প্রোগ্রামে পরতে পারেন হাই ওয়েস্ট স্কার্ট। বদলে যাবে আপনার লুক। 

পেন্সিল স্কার্ট

যারা স্লিম তাদের এই স্কার্টে আরও আকর্ষণীয় লাগবে। পুরনো হলেও নারীদের পছন্দের তালিকা রয়েছে এই স্কার্ট। এটি ট্রেন্ডি ও ক্লাসি লুক দিবে আপনাকে।

বেছে নিন আপনার জন্য মানানসই স্কার্ট, গরমে থাকুন স্বাচ্ছন্দ্যে।

Comments