চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৫
বন্দর নগরীর চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ কর্মী আহত হয়েছেন।
চট্টগ্রাম কলেজ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে মধ্যে সংঘর্ষ হয়। এই ২টি গ্রুপের একটির নেতৃত্বে আছেন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম এবং অন্যটির নেতৃত্বে আছেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২ গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষ লোহার রড ও ইটপাটকেল ব্যবহার করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি পারিবারিক সমস্যার কারণে ২ দিন ধরে ক্যাম্পাসে যেতে পারছি না। এটিকে সুযোগ হিসেবে নিয়ে মাহমুদুলের সমর্থকরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং ক্যাম্পাসে আমার অনুসারীদের ওপর হামলা চালায়।'
সুভাষ মল্লিক সবুজ দাবি করেন, 'এই হামলায় আমার গ্রুপের অন্তত ৫ জন কর্মী আহত হয়েছেন। তারা শহরের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।'
তবে, হামলার বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ডেইলি স্টারকে বলেন, 'একাদশ শ্রেণির ২ শিক্ষার্থী কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া করে। পরে তাদের সহপাঠীরা সংঘর্ষে জড়ায়। আমরা কাউকে আঘাত করিনি এবং ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।'
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষ পালিয়ে যায়। আমরা ঘটনার তদন্ত করছি।'
Comments