চোখে বল লাগায় হাসপাতালে মিরাজ

ছবি: ফিরোজ আহমেদ

অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ। গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে চোখে-মুখে ফুটবল লাগে তার। যে কারণে পরে হাসপাতালেও যেতে হয়েছে এই ডানহাতি অলরাউন্ডারকে।

শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেটারদের দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলার মাধ্যমে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। সেখানে এক সতীর্থের বাড়ানো বল নিয়ে দৌড়ে আক্রমণে উঠতে যাচ্ছিলেন মিরাজ। বিপরীত দিকে রক্ষণ সামলানোর দায়িত্বে ছিলেন পেসার হাসান মাহমুদ। তিনি এগিয়ে গিয়ে সজোরে বল ক্লিয়ার করতে গেলে সোজা গিয়ে মুখে লাগে মিরাজের।

স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যান করা হয়েছে মিরাজের। স্বস্তির খবর হলো রিপোর্টে কোনো সমস্যা দেখা যায়নি তার। তবে বাড়তি সতর্কতার জন্য চোখের চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে তাকে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'একজন চোখের চিকিৎসক দেখছে ওকে। ওর পরীক্ষা করানো হচ্ছে। সিটি স্ক্যান করিয়েছি, সেই রিপোর্ট ভালো এসেছে। ওর ডান চোখে কিছুটা রক্ত জমেছে। সেই রিপোর্ট হাতে পাইনি। এরপর জানা যাবে।'

চোখের এই সমস্যার জন্য শেষ পর্যন্ত মিরাজের খেলায় কোনো সমস্যা হতে পারে কি-না তা জানাতে পারেননি দেবাশীষ। রিপোর্ট পাওয়ার পরই জানাতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। তবে খুব বড় কোনো সমস্যা হবে বলে মনে করছেন না তিনি।

আগামীকাল এই মাঠেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এর জন্য দুই দিন আগেই সিলেটে পৌঁছায় তারা। আগের দিন দলের ঐচ্ছিক অনুশীলন ছিল, সেখানে ছিলেন না মিরাজ। এদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েই চোট পেয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Six banks shine, five hit record losses

Toxic assets sink banks, while low bad loans and bonds buoy others

12h ago