কারামুক্ত মাহিয়া মাহি

গাজীপুর জেলা কারাগারের মূল ফটকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ফুল ছিটিয়ে বরণ করে নেন মাহিয়া মাহিকে। ছবি: স্টার

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের মামলাসহ ব্যবসায়ীর মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

জামিনে মুক্তি পাওয়ার পর আজ শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গাজীপুর জেলা কারাগারের মূল ফটকে পৌঁছেন মাহিয়া মাহি।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম বলেন, 'রাত পৌনে ৮টার দিকে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।'

মাহিয়া মাহি আইনজীবী আনোয়ার সাদাত সরকার বলেন, 'সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গাজীপুর জেলা কারাগারের মূল ফটকে আসার পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করেন।'

 

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

28m ago