কৃষিজমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষিজমির মাটি লুট করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষিজমির মাটি চুরি করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো কৃষিবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জের বরপা এলাকার আশরাফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জের নবীর হোসেন, সোনারগাঁয়ের সুমন মিয়া এবং নোয়াখালীর কামাল হোসেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, পেরাব এলাকার মো. ফয়সাল, মো. হাসনাত ও মো. রিয়েলের সহযোগী গ্রেপ্তার ওই ৪ জন। ফয়সাল, হাসনাত ও রিয়েলের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা কৃষিজমির মাটি চুরি করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিল।

এই বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ানুল ইসলাম বলেন, 'সম্প্রতি এক কৃষকের অভিযোগ পাই। অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় বেশ কয়েকবার অভিযান চালানো হয়। প্রতিবারই কোনভাবে টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাচ্ছিল। বুধবার রাতে কৃষকদের কাছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে ৪ জনকে আটক করে।'

কিন্তু তাদের বিরুদ্ধে কৃষকদের কেউ মামলা করতে চাননি বলে ১৫১ ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক আহসান উল্লাহ।

কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত ফয়সাল মুঠোফোনে বলেন, 'আমি কৃষকের কাছ থেকে জমি কিনে তারপর মাটি কেটে বিক্রি করি। জোর করে জমির মাটি নেওয়ার অভিযোগটি মিথ্যা।'

তাহলে পুলিশ তার সহযোগীদের গ্রেপ্তার করল কেন জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

1h ago