ঝিনাইদহ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, সুপারভাইজার নিহত

ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহিম হোসেন ওরফে মিজান (৩৭) বাসের সুপারভাইজার ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি কালীগঞ্জের হেলাই গ্রামে।

আহতদের মধ্যে যশোরের ঝিকরগাছা এলাকার নজরুল ইসলাম, আদিত্য ঘোষ, জীবননগর এলাকার কবির হোসেন, সুচিত্রা সেন, খোকন অধিকারী, সাদিয়া খাতুন, নাজিয়া খাতুনের নাম জানা গেছে।  

স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী শাপলা এক্সপ্রেসের গরীবশাহ বাসটি কেয়াবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের ভেতরে আটকা পড়েন অনেক যাত্রী। 

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ, যশোরসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যশোর সদর হাসপাতালে বাসের সুপারভাইজার ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।

নিহত ইব্রাহিমের ভাতিজা অপু হোসেন ডেইলি স্টারকে জানান, তার চাচা ওই বাসের সুপারভাইজার ছিলেন। তিনি বাসের নিচে চাপা পড়েন।

হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

9h ago