চট্টগ্রামেও সাকিবের বিজ্ঞাপনী ব্যস্ততা

মঙ্গলবার খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ দল। বিশ্রামের দিনটি সাকিব পার করলেন শ্যুটিংয়ে।
Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

মাসে কোন একটা দিনও ফাঁকা শুয়েবসে কাটেনি সাকিব আল হাসানের৷ হয় খেলা বা অনুশীলনের থেকেছেন নয়তো বিজ্ঞাপনী কাজে ব্যস্ত দেখা গেছে তাকে। চট্টগ্রামে সিরিজের মাঝেও  বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে পাওয়া গেল বিজ্ঞাপনের শ্যুটিংয়ে।

সোমবার প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারানোর পর মঙ্গলবার খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ দল। বিশ্রামের দিনটি সাকিব পার করলেন শ্যুটিংয়ে।

এদিন দুপুরের দিকে নগরীর বিখ্যাত সিআরবি এলাকায় পাওয়া যায় সাকিবকে। সেখানে একটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিংয়ে অভিনয় করছিলেন। শ্যুটিং ইউনিটের সূত্রে জানা যায়, বেশ কয়েকটি সিকুয়েন্সে অভিনয় করবেন শীর্ষ এই তারকা। এই প্রথমবার গল্পের আদলে একটি বিজ্ঞাপন করতে যাচ্ছেন তিনি।

ছবি: ফিরোজ আহমেদ

অধিনায়কের বিজ্ঞাপনী ব্যস্ততা থাকলেও বাকি ক্রিকেটাররা পুরো বিশ্রামই পার করছেন। টিম হোটেল থেকে কাউকেই বের হতে দেখা যায়নি।

সকালে মাঠে অনুশীলন করেছে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াডের সদস্যরা৷ পরে গণমাধ্যমে কথা বলেছেন তাদের কোচ হেনরিক মালান। প্রথম টি-টোয়েন্টিতে হারলেও বুধবার দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন তিনি।

প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং পেয়ে ১৯.২ ওভারে ২০৭ রান করে বাংলাদেশ। পরে বৃষ্টি বিঘ্নতায় আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪৷ তারা করতে পারে ৮১ রান। 

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

1h ago