বৃষ্টি শেষে রোদের ঝিলিক, ম্যাচ শুরুর অপেক্ষা

দুপুর ২টা ২৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি পুরোপুরি থেমে রোদের ঝিলিকও দেখা গেছে। রোদের আভা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। আশার কথা আকাশে মেঘ থাকলেও আর বৃষ্টি পড়ছে না। 
Rain In Chattogram
ছবি: স্টার

টসের সময় আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল। টসের পর পরই নামে প্রবল বৃষ্টি। মিনিট বিশেক মুষল ধারে বৃষ্টির পর ঝিরিঝিরি বৃষ্টিও চলে আরও ২০ মিনিট। দুপুর ২টা ২৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি পুরোপুরি থেমে রোদের ঝিলিকও দেখা গেছে। রোদের আভা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। আশার কথা আকাশে মেঘ থাকলেও আর বৃষ্টি পড়ছে না। 

বুধবার  চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। তবে বৃষ্টির তোড়ে নির্ধারিত  সময় দুপুর ২টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

বৃষ্টি থামার পর মাঠকর্মীরা কাভার সরানোর কাজ করছেন। কাভার সরিয়ে মাঠ পরিচর্যার পর আম্পায়াররা তা পর্যবেক্ষণ করবে। এরপর ঠিক হবে খেলা শুরুর সময়। ৩টার ভেতর খেলা শুরু হলে কোন ওভার কাটা যাবে না। তবে ৩টার পর হলে ওভার কাটার ব্যাপার চলে আসবে। তখন ডিএলএস মেথডে নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য।

গত সোমবার প্রথম টি-টোয়েন্টিতেও ছিল বৃষ্টির বাগড়া। তাতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২  রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago