দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: কী বলছে সাধারণ মানুষ
ঢাকায় ৪ জনের একটি পরিবারের মাসিক খাবার খরচ গত ৪ বছরে বেড়েছে ৫১ শতাংশ। এ তথ্য উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণায়।
পুরো ১ মাস মাছ বা মাংস খাওয়া বন্ধ রাখলেও চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একটি পরিবারের খাবার বাবদ মাসিক ব্যয় কমপক্ষে ৭ হাজার ১৩১ টাকা, যা ২০১৯ সালের একই সময়ের চেয়ে ৫১ শতাংশ বেশি।
আর পরিবারটি যদি খাদ্যতালিকায় মাছ ও মাংস অন্তর্ভুক্ত করে, সেক্ষেত্রে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের খাবার বাবদ মাসিক ব্যয় প্রায় ২২ হাজার ৬৬৪ টাকা, যা ২০১৯ সালের তুলনায় ১৫ হাজার ৭০৫ টাকা বা ৪৪ শতাংশ বেশি।
স্বল্প আয়ের মানুষের ওপর করা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের আরেকটি গবেষণা বলছে, মূল্যস্ফীতির কারণে ৯০ দশমিক ২ শতাংশ মানুষ তাদের খাদ্যাভ্যাসই পাল্টে ফেলেছে।
বাজার নিয়ে কী বলছে সাধারণ মানুষ?
Comments