দেশের বাজারে ইয়ামাহা এফজেডএস ভি৩ মোটরসাইকেল নিয়ে এলো এসিআই মোটরস

মেটালিক ব্ল্যাক, মেটালিক গ্রে এবং ম্যাজেস্টি রেড রঙে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে
দেশের বাজারে ইয়ামাহা এফজেডএস ভি৩ মোটরসাইকেল নিয়ে এলো এসিআই মোটরস
ছবি: ইয়ামাহা

দেশের বাজারে ইয়ামাহার এফজেডএস ভার্সন ৩.০ লঞ্চ করেছে বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের পরিবেশক এবং প্রযুক্তিগত সহযোগিতার অংশীদার এসিআই মোটরস।

গত শনিবার মোটরসাইকেলটি লঞ্চ করা হয়।

মেটালিক ব্ল্যাক, মেটালিক গ্রে এবং ম্যাজেস্টি রেড রঙে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে। এলইডি লাইটসহ ১৫০ সিসির মোটরসাইকেলটিতে রয়েছে ইঞ্জিন কাট অফ সুইচ, একটি বিএসসিক্স ফুয়েল ইনজেকশন ইঞ্জিন এবং একটি এবিএস ব্রেকিং সিস্টেম।

২ লাখ ৭০ হাজার টাকা দামের বাইকটির বিএসসিক্স ইঞ্জিন তুলনামূলকভাবে বিএসফোরএসের মতো আগের ভার্সনগুলোর তুলনায় পরিষ্কার।

ইঞ্জিনটি ম্যাট রেড এবং ডার্ক ম্যাট ব্লু রঙে পাওয়া যায় এবং রিমগুলোতে বিশেষ বৈচিত্র্য রয়েছে।

এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস তেজগাঁওয়ের এসিআই সেন্টারে মোটরসাইকেলটি লঞ্চ করেন। যেখানে ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটার সাকিব আল হাসান উপস্থিত ছিলেন।
 

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago