ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পেয়েছেন তামিম

Tamim Iqbal

বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে চেয়েছিলেন তামিম ইকবাল। পেছনে দিকে ছুটে গেলেও বলের নাগাল পাওয়ার অবস্থা ছিল না। সেই বল ধরতে গিয়ে পড়ে গিয়ে চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার। 

আয়ারল্যান্ডের ইনিংসের ৫৯তম ওভারের ঘটনা। বাঁহাতি ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রিন তাইজুল ইসলামের বলে ডিপ মিড উইকেট দিয়ে খেলেছিলেন। বাউন্ডারি লাইনের কিছুটা সামনে ছিলেন তামিম। বল দেখে পেছনে সরে ডাইভ দিয়ে ক্যাচ নিতে যান তিনি। নাগাল পাননি। উল্টো পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পান তিনি। 

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

পরে দেখা যায় দলের ফিজিওদের সহায়তায় উঠে দাঁড়ালেও বাম হাত ধরে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। আয়ারল্যান্ড ইনিংসের ৯ উইকেট পড়ার পর ৭৭তম ওভারে মাঠে প্রবেশ করেন তামিম। তামিম মাঠে প্রবেশের খানিক পর ২১৪ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। 

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

12h ago