বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতারে সাকিবের ২০ হাজার টাকা অনুদান

পুড়ে ছারখার রাজধানীর অন্যতম বৃহত্তম মার্কেট বঙ্গবাজার। চারদিকে শুধু চিৎকার আর হাহাকার। সব হারিয়ে পথে বসেছেন হাজারো ব্যবসায়ী। এই দুর্দিনে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সতীর্থদেরও পাশে থাকার আহ্বান জানিয়েছেন। নিজেও অনুদান দিয়েছেন ২০ হাজার টাকা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামে বাংলাদেশ। মাঠে নামার আগেই তারা জেনেছেন অগ্নিকাণ্ডের কথা। তবে প্রথম দিনের খেলা শেষেই সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে সকলকে পাশে থাকার আহ্বান জানান এ অলরাউন্ডার।

বঙ্গবাজার পুড়ে যাওয়ার একটি ছবি আপলোড করে সাকিব লিখেছেন, 'আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক! আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে।'

'তাই আমি, আমার সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।'

সতীর্থ তাসকিন আহমেদকে পরবর্তী দিনে অনুদান দেওয়ার আহ্বান জানিয়ে আরও লিখেছেন, 'পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই।'

এছাড়া সকল দেশবাসীকেও এগিয়ে আসার অনুরোধ করেন সাকিব, 'এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তাঁর রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।'

উল্লেখ্য, আগুন লাগার ১২ ঘণ্টা পরও আগুন সম্পূর্ণ  নিয়ন্ত্রণে আসেনি। জ্বলছে পার্শ্ববর্তী অ্যানেক্সকো টাওয়ার। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago