সাকিব-মুশফিকের জুটিতে এগুচ্ছে বাংলাদেশ

Mushfiqur Rahim & Shakib AL hasan
জুটিতে সাকিব-মুশফিক। ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় দিনের সকালের শুরুটা একদম ভালো হয়নি। আগের দিনের অপরাজিত ব্যাটার মুমিনুল হক ফেরেন দিনের তৃতীয় ওভারে। দলের চাপে এরপর জমে উঠেছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জুটি।

বুধবার মিরপুরে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘন্টা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। ৪০ রানে তিন উইকেট পড়ার পর আগ্রাসী জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন সাকিব-মুশফিক।

২ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। ১২ রান নিয়ে ক্রিজে ছিলেন মুমিনুল। তার সঙ্গে সকালে ব্যাট করতে নামেন মুশফিক। মুশফিক সমঝে খেললেও পা হড়কে যায় মুমিনুলের।

দিনের তৃতীয় ওভারে মার্ক অ্যাডায়ারকে লেগ স্টাম্প ছেড়ে গার্ড নিয়ে খেলছিলেন মুমিনুল। লেগ স্টাম্পের বল ব্যাটে নিতে না পেরে স্টাম্প খোয়ান তিনি। ৩৪ বলে ১৭ করে ফেরেন বাঁহাতি টপ অর্ডার। ৪০ রানে তৃতীয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

পাঁচে নেমে এরপর আগ্রাসী ধরণে খেলতে থাকেন সাকিব। নেমেই পান বাউন্ডারি। চিরচেনা পথে বারবার ঝুঁকির দিতে যেতে দেখা যায় তাকে। আলগা বল পেলেই মেরেছেন বাউন্ডারি, মাঝে মাঝে বাউন্ডারি পেতে বাড়তি চেষ্টাও করতে দেখা যায় তাকে।

আইরিশ বোলারদের আলগা বল কাজে লাগিয়ে রানের চাকা বাড়াতে থাকেন মুশফিক। চতুর্থ উইকেটে দ্রুতই পঞ্চাশ রানের জুটি পেয়ে গেছেন এই দুজন। রান আসছে দ্রুত, প্রতি ওভারেই দেখা মিলছে বাউন্ডারির।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

14m ago