চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ মৃত্যুঞ্জয়

Taskin Ahmed & Mrittunjoy Chowdhury

আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের ওয়ানডে স্কোয়াডে চোটের কারণে নেই তাসকিন আহমেদ। তার বদলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রামের আদলে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদকেও ফেরানো হয়নি। 

রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সফরের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। তাসকিন ছাড়া তাতে আছেন দলের সম্ভাব্য সেরাদের বাকি সবাই। সাইড স্ট্রেনের চোটে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া তাসকিনের জায়গা নিয়েছেন মৃত্যুঞ্জয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে গত মাসে তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আফিফ হোসেন, বাদ দেওয়া হয়েছিল শরিফুল ইসলামকেও। এক ম্যাচ পর শরিফুল ফিরলেও আফিফকে আর ফেরানো হয়নি। 

তবে আবারও রদ বদল এসেছে নাসুম-তাইজুলের মধ্যে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নাসুম আহমেদের বদলে নেওয়া হয়েছিল তাইজুল ইসলামকে। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের সিরিজে আবার নাসুমকে নিয়ে বাদ দেওয়া হয়েছিল তাইজুলকে। এবার ইংল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে নাসুমের জায়গা ফের নিলেন তাইজুল। 

নিজেদের হোম সিরিজ হলেও আয়ারল্যান্ড সিরিজটি খেলছে প্রতিবেশি ইংল্যান্ডের মাঠে। ইংল্যান্ডের চেমসফোর্ডে ৯ মে শুরু হবে বাংলাদেশ -আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ১২ ও ১৪ মে একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। এই সিরিজ দিয়েই শেষ হবে চলমান ওয়ানডে সুপার লিগ।

আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

সর্বশেষ খেলা ওয়ানডের স্কোয়াড থেকে যেসব বদল 

দলে এসেছেন- তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম 
বাদ পড়েছেন- নাসুম আহমেদ 
ইনজুরিতে নেই- তাসকিন আহমেদ
নতুন মুখ- মৃত্যুঞ্জয় চৌধুরী 

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

2h ago