মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

সোমবার বিকেলে বসুন্ধরা শপিং কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

এ সময় আইজিপি বলেন, 'ঢাকা শহরের সব মার্কেট ও শপিং মলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। জনগণ নিঃশঙ্কচিত্তে কেনাকাটা করছেন।'

তিনি বলেন, 'নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও জনগণের চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।' 

আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, 'রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। ডিএমপি কমিশনার রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন।'  

আইজিপি মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। 

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।

আইজিপি বলেন, 'পহেলা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, 'ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে সাদা পোশাকে, ইউনিফর্মে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে। অর্থ লেনদেনে কেউ পুলিশের সহায়তা চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত।' 

এরপর আইজিপি রাজধানীর নিউমার্কেট পরিদর্শন করেন।

Comments

The Daily Star  | English

Raft of measures soon to tame inflation

The interim government has decided to double the amount of rice against one crore family cards and change the market monitoring strategy to tame inflation.

9h ago