চেলসির ৪ খেলোয়াড়ে নজর রিয়ালের

নতুন মৌসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়াতে মরিয়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিজেদের দুর্বল জায়গায় পছন্দের খেলোয়াড় টানতে এরমধ্যেই কাজ শুরু করেছে দলটি। ট্রান্সফার উইন্ডো ভিত্তিক স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিচাজেস জানিয়েছে ইংলিশ ক্লাব চেলসিরই চারজন খেলোয়াড়ে নজর দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সংবাদ অনুযায়ী, ডিফেন্ডার রিস জেমসকেই সবচেয়ে বেশি পছন্দ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। তাকে পাওয়ার গুঞ্জন অবশ্য অনেক থেকেই রয়েছে ফুটবল মহলে। আগামী মৌসুমে এ ডিফেন্ডারই তাদের প্রধান টার্গেট বলে জানিয়েছে ফিচাজেস। তাকে কিনতে ১০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচ করতে রাজী ক্লাবটি। যদিও এ ট্র্যান্সফারের জন্য খুব বেশি তাড়াহুড়া করবে না তারা। 

লুকা মদ্রিচ ও টনি ক্রুসের বয়স হয়ে যাওয়ায় মাঝমাঠে একজন অভিজ্ঞও খেলোয়াড় চায় রিয়াল। তাদের সাবেক খেলোয়াড় মাতেও কোকাভিচকে ফিরিয়ে আনতে চায় তারা। এছাড়া ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্টকেও পছন্দ তাদের। তবে তার জন্য এক মৌসুম অপেক্ষা করে পরবর্তী মৌসুমে মুফতে নেওয়ার ইচ্ছা তাদের। ২০২৪ সালের জুনে চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়বে মাউন্টের।

তালিকায় কিছুটা বিস্ময়কর নাম রুবেন লফটার চেক। কারণ চেলসির একাদশেই নিয়মিত নন তিনি। তার উপর মাউন্টের পজিশনেই খেলেন তিনি। মাউন্টের মতো তার চুক্তির মেয়াদও ফুঁড়বে ২০২৪ সালের জুনে।

 সাম্প্রতিক সময়ে বেশ বাজে অবস্থার মধ্যেই রয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে মাঝামাঝি অবস্থান তাদের। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নেই বললেই চলে। তাই দলের বেশ কিছু খেলোয়াড়ই দল ছাড়তে পারেন। এছাড়া দুরবস্থা থেকে বের হতে স্কোয়াডেও কিছু পরিবর্তন আনতে চায় ক্লাবটি।

এদিকে গত কয়েক মৌসুমে ট্রান্সফার উইন্ডো খুব বেশি খেলোয়াড় কিনতে দেখা যায়নি রিয়ালকে। অধিক খেলোয়াড় কেনার চেয়ে বড় অঙ্কে নির্দিষ্ট কিছু খেলোয়াড়ই কিনতে দেখা গিয়েছে তাদের। সংবাদ অনুযায়ী, নতুন মৌসুমে কিছুটা পরিবর্তন আসতে পারে তাদের পরিকল্পনায়।

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 622 with more than 1,500 injured

In Kabul, the capital, health authorities said rescuers were racing to reach remote hamlets dotting an area with a long history of earthquakes and floods.

6h ago