মহাসড়কে গাড়ি বিকল হলে পৌঁছে যাবে মেকানিক: হাইওয়ে পুলিশ

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে সড়ক পরিদর্শন করছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান। ছবি: সংগৃহীত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে যানবাহন বিকল হয়ে পড়লে দ্রুত যেন মেরামত করা যায়, সেজন্য স্থানীয় গ্যারেজের মেকানিকদের নম্বর সংগ্রহ করে তালিকা করছে হাইওয়ে পুলিশ।

তালিকাভুক্ত মেকানিকদের মাধ্যমে বিকল গাড়ি দ্রুত মেরামত করে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হবে।

হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান। 

সড়কে যাত্রীর চাপ বাড়লেও, এবার ঈদযাত্রা স্বস্তির হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ বুধবার দুপুরে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় সড়ক পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান।

এ সময় তিনি বলেন, 'প্রতি বছর ঈদযাত্রা ঘিরে বাংলাদেশ পুলিশ নানা ব্যবস্থা নেয়। হাইওয়ের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয় হাইওয়ে পুলিশ। যেসব জায়গা পরিদর্শন করেছি, সেসব জায়গায় যান চলাচল স্বাভাবিক দেখেছি। জনসাধারণের মাঝেও স্বস্তি আছে। তবে আজ বিকেল ও আগামীকাল হালকা চাপ বাড়তে পারে।'

তিনি আরও বলেন, '৫টি মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে চ্যালেঞ্জের জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। সেসব জায়গায় সমন্বয় করা হয়েছে। হাইওয়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় সাব-কন্ট্রোল ও কন্ট্রোল বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্স ও রেকারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।'

বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করে অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন বলেন, 'যেসব হাইওয়ের পাশে বাজারগুলোতে গ্যারেজ আছে, সেখানকার মেকানিকদের নম্বর সংগ্রহ করে তালিকা তৈরি করা হয়েছে। দেখবেন, সড়কের মাঝে গাড়ি বিকল হয়ে যায়। সে সময় যেন দ্রুত মেকানিকের মাধ্যমে গাড়ি সারিয়ে সচল করা যায়, সেই ব্যবস্থা নিয়েছি।'

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন চালক, স্টাফ ও সাধারণ যাত্রীদের আরও বেশি সচেতন থাকার আহ্বান জানান হাইওয়ে পুলিশের প্রধান।

এ সময় তার সঙ্গে হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি বরকত উল্লাহ খান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী ও গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

2h ago