মেসিকে নিয়ে কী ইঙ্গিত দিলেন সুয়ারেজ?

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জনই বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ফুটবল মহলে। প্রতিদিনই উঠে আসছে নানা ধরণের গুঞ্জন। আর সে গুঞ্জনে ঘি ঢেলেছেন তার এক সময়ের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ।

কয়েক দফা আলোচনা করেও মেসির সঙ্গে চুক্তি নবায়ন পারেনি পিএসজি। ফরাসি সংবাদমাধ্যমের খবর দুই পক্ষের মধ্যে বিচ্ছেদ এক প্রকার চূড়ান্ত। কোনো মতেই তা ঠিক করার মতো নয়। আর সে সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চাইছে বার্সা। মুফতে নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফিরিয়ে আনার বড় সুযোগ হাতছাড়া করতে রাজী নয় ব্লুগ্রানারা।

কিন্তু এরমধ্যেও অনেক বাঁধাই রয়েছে। বিশেষকরে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে পলিসি। যার জন্য গত মৌসুমের শুরুতে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি বার্সা। এবারও সেই একই বাঁধা। তাকে ফেরাতে হলে বড় অঙ্কের ব্যয় কমাতে হবে দলটিকে। যা বিশাল চ্যালেঞ্জিং কাতালান ক্লাবটির জন্য।

এরমধ্যেই দিন কয়েক আগে বার্সায় ফিরবেন কি-না জানতে চাইলে বিষয়টি সম্পূর্ণ ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন মেসি। কিন্তু এতো কিছুর মাঝেও বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দিলেন সুয়ারেজ। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তার একটি ছবি আপলোড করে ক্যাপশন দিয়েছেন, 'ফেরা।'

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মেসিকে ফেরাতে লা লিগা কমিটির সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া পেয়েছে বার্সেলোনা। যদিও আগের দিন মেসির ফেরা প্রসঙ্গে লা লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাস বলেছেন, 'বার্সেলোনার পক্ষে বর্তমানে মেসিকে লা লিগায় নিবন্ধন করা সম্ভব নয়। তবে এখনও সময় আছে। মেসিকে লা লিগায় ফেরানো নিয়ে আমাদেরও আগ্রহ রয়েছে। তবে আমরা তার নিবন্ধনের জন্য অর্থনৈতিক বিষয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন করতে চাই না।'

তবে মেসিকে ফেরাতে কিছু উপায় বাতলে দিয়েছেন তেবাস। আর সেই পরামর্শ আর কিছু নয়, খরচ কমানো। দলের কিছু খেলোয়াড়দের বিক্রি করে মেসিকে দলে টানার উপদেশ দিয়েছেন তিনি। এছাড়া মেসিও আগের চেয়ে অনেক কম বেতনেই বার্সায় যোগ দিতে রাজী হয়েছেন বলে খবর স্প্যানিশ গণমাধ্যমের।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago