ইতালির স্বাধীনতা দিবসে ভেনিস বাংলা স্কুলে আলোচনা সভা

ইতালি, ভেনিস বাংলা স্কুল, ভেনিস,
ছবি: সংগৃহীত

ইতালির ভেনিস বাংলা স্কুল ইতালির ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। গতকাল ২৫ এপ্রিল বিকেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ভেনিস বাংলা স্কুলের মেস্ত্রের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার।

তিনি বলেন, 'দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে নাৎসি বাহিনী ইতালির বড় অংশ দখল করে নেয়। বেনিতো মুসোলিনির নেতৃত্বে কায়েম করা হয় ফ্যাসিবাদী দুঃশাসন। মুসোলিনির কর্তৃত্ববাদী শাসন ইতালির ইতিহাসের এক কালো অধ্যায়। ওই শাসনের ফলে মানুষের জনজীবনে নেমে এসেছিল নরক যন্ত্রণা। দারিদ্রতা ছড়িয়ে পড়েছিল ইতালি জুড়ে। কিন্তু, ইতালির সেনারা হাল ছাড়েননি। মিত্রদের সহযোগিতায় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল ফ্যাসিবাদীদের পতনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব উদ্ধার করেন।'

স্কুল কমিটির উপদেষ্টা পলাশ রহমান বলেন, 'প্রায় ৩ হাজার বছরের ঐতিহ্য এবং সভ্যতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ইতালির বর্তমান শাসন ব্যবস্থা বেশ সমালোচিত। ডানপন্থী সরকারের অতি জাতীয়তাবাদী মনোভাব মানুষকে ফ্যাসিবাদী শাসনামলের কথা মনে করিয়ে দিচ্ছে। অথচ জুলিয়াস সিজারের রোমান সাম্রাজ্য এক সময়ে গোটা ইউরোপে সভ্যতার আলো ছড়িয়েছে।'

তিনি আরও বলেন, 'ইতালির বর্তমান সরকারের উচিত অভিবাসীদের বিষয়ে আরও বেশি মানবিক হওয়া। যারা জীবিকার প্রয়োজনে জীবন বাজি রেখে ইতালি আসেন, তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করা ইতালিয় সভ্যতা বিরোধী কাজ, তা সরকার প্রধান জর্যা মেলোনির মনে রাখা উচিত।'

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সোহেলা আক্তার বিপ্লবী, সোহেল মিয়া, নূরে আলম, মো. কামরুজ্জামান উজ্জল, আব্দুর রউফ, শহিদুল ইসলাম সুমন, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, সুমন সরকার।

Comments

The Daily Star  | English
engineering universities complete shutdown in Bangladesh

Engineering universities under ‘complete shutdown’

Buet postpones exams scheduled to be held from August 30 to September 18

59m ago