প্রাচীরের ওপর খালি পায়ে হেঁটেছি, গভীর কুয়ায় নেমেছি: পূজা চেরি

‘জ্বিন’ সিনেমায় পূড়া চেরি। ছবি: স্ক্রীনশট

পূজা চেরি অভিনীত 'জ্বীন' সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। প্রথমবার কোনো ভৌতিক গল্পে অভিনয় করেছেন এই নায়িকা। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি মাল্টিপ্লেক্সে বেশ সাড়া ফেলেছে। ঈদের দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আরও শো বেড়েছে। 

'জ্বীন'-এর বিভিন্ন বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন পূজা চেরি।

ঈদে মুক্তি পাওয়া 'জ্বীন' সিনেমাটি দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে?  

পূজা চেরি: এবার ঈদে 'জ্বীন' নিয়ে এতটা সাড়া পাব কল্পনাও করিনি। ঈদে অনেক সিনেমা মুক্তি পেয়েছে। তবে আমার অভিনীত 'জ্বীন' সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি, শুধু মাল্টিপ্লেক্সেই মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহে কম হলে মুক্তি পেয়েও দর্শকের পছন্দের শীর্ষে রয়েছে। মাল্টিপ্লেক্সে সিনেমাটি  দর্শক দেখছে, সত্যিই মুগ্ধ হয়েছি। যতটা আশা করেছি তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। 

'জ্বীন' সিনেমাটি দর্শক কেন পছন্দ করছে বলে আপনার ধারণা? 

পূজা চেরি: প্রথমত এটা হরর মুভি। সিনেমায় মেকআপ ও ডাবিংয়ে সংলাপ দিয়ে সেই ভয়ের আবহ তৈরি করা হয়েছে। আর আমাদের দেশে এমন হরর সিনেমা হয়নি। জ্বীন-ভূত নিয়ে আমাদের নানা কল্পকাহিনী রয়েছে। ছোটবেলা থেকেই ভুতের গল্প শুনে বড় হয়েছি। তাই দর্শকদের আগ্রহ রয়েছে। তারা এতদিন হলিউডের হরর মুভি দেখতেন, এখন দেশের হরর সিনেমা দেখছেন। আমাদের এখানে প্রথম এমন হরর মুভি হওয়ায় কারণে আগ্রহ বেশি বলে মনে হয়।  

সিনেমায় আপনার অভিনীত চরিত্রটি নিয়ে যদি কিছু বলেন...  

পূজা চেরি: 'জ্বীন' সিনেমায় সাধারণ এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। একটা সময় মেয়েটার ওপর জ্বীন ভর করে। তখন তার চেহারায় কিছুটা ভৌতিক ছাপ চলে আসে। যারা দেখেছেন প্রশংসা করছেন। সিনেমার শুটিংয়ের সময় অনেক কষ্ট করেছি। তার প্রতিদান এখন পাচ্ছি। প্রাচীরের ওপর দিয়ে খালি পায়ে হেঁটেছি, গভীর কুয়ায় নেমেছি চরিত্রের প্রয়োজনে। 

সিনেমা হল পরিদর্শনে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো?

পূজা চেরি: ঈদের দিন থেকে সিনেপ্লেক্সগুলোতে গিয়েছি। দর্শকের সঙ্গে সিনেমা দেখেছি। দর্শকের প্রতিক্রিয়া চোখে দেখেছি হলে হলে গিয়ে। দর্শকের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়, তাদের মতামত পাওয়া অনেক আনন্দের। 

সিনেমা নিয়ে আর কী বলবেন... 

পূজা চেরি: দর্শক এখন বিভিন্ন ধরনের সিনেমা দেখতে চান। একটু অন্য ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন। সব ধরনের সিনেমা দর্শকরা দেখছেন, এটা একটা ভালো দিক। 
 

Comments

The Daily Star  | English

Jamaat welcomes polls timeline, criticises Yunus for skipping dialogue before announcement

Expected chief adviser to hold discussions with parties regarding announcing the election timeline, it says

3h ago