রূপালী গিটারের সামনে থেকে বিলবোর্ড অপসারণ

রূপালী গিটার ভাস্কর্যের সামনে একটি বিলবোর্ড বসানোর পর তা নিয়ে আলোচনা-সমালোচনার পর আজ রোববার সেটি অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ।
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে স্থাপিত রূপালী গিটার ভাস্কর্যের সামনে একটি বিলবোর্ড বসানো হয়েছিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে স্থাপিত রূপালী গিটার ভাস্কর্যের সামনে একটি বিলবোর্ড বসানো হয়েছিল। 

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার পর আজ রোববার সেটি অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিলবোর্ড অপসারণের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান গিটারের সামনে বিলবোর্ডটি স্থাপন করেছিল। বিষয়টি জানার পর আজ রোববার বিকেলে আমরা গিটারের সামনে থেকে সেই বিলবোর্ডটি সরিয়ে নিয়েছি।'

এদিকে, গিটারের সামনে বিলবোর্ড লাগানোর পর এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

রূপালী গিটারটি চসিক স্থাপন করেছিল ২০১৯ সালে। ১৮ ফুট উঁচু ভাস্কর্যটি স্টিল দিয়ে তৈরি। এই রূপালী গিটার স্থাপনে ৩ কোটি টাকা খরচ হয়েছিল।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank has to provide info that people have right to know: Arafat

Bangladesh Bank will have to provide all information that public has a right to know, State Minister for Information and Broadcasting, Mohammad Ali Arafat, said today

1h ago