এসএসসির প্রশ্নফাঁসের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়, আটক ১

স্টার অনলাইন গ্রাফিক্স

এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে হিমেল মুস্তাকিম নামে একজনকে আটক করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। 

এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এক প্রতারক ফেসবুকে 'এসএসসি ব্যাচ ২০১৩' নামের এক গ্রুপে তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, এসএসসি-২০২৩ এর বাংলা প্রথম পত্রের শতভাগ কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাওয়ার সময়কাল পরীক্ষার দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে।

আজাদ রহমান আরও জানান, পরবর্তীতে হিমেল তার 'প্রশ্ন/কোয়েশ্চেন অল বোর্ড' নামের ফেসবুক পেজে বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হতে প্রতি জনের কাছ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে আজ ঢাকার গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মুস্তাকিমের বিরুদ্ধে ফাঁস করা প্রশ্নপত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সিআইডি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।'

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago