হজ খরচের বাইরে ১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

স্টার ফাইল ফটো

বাংলাদেশ থেকে হজযাত্রীরা হজের খরচের বাইরে ১ হাজার ২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে ব্যাংকগুলোতে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যেক হজযাত্রী হজের মোট খরচ ছাড়াও ১ হাজার ২০০ ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।

তবে, হজযাত্রীদের জন্য ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের ব্যয়ের জন্য যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে ন্যূনতম ৪ লাখ ৪৩ হাজার ৫২৯ টাকা (১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল) জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থার আইবিএএনের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয়েছে।

বাংলাদেশ থেকে এ বছর মোট ১ লাখ ২৭ হাজার মানুষ হজ করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago