মেসি-নেইমার-ভেরাত্তির বাড়িতে নিরাপত্তা জোরদার পিএসজির

শুরুটা লিওনেল মেসির সৌদি আরব সফর দিয়ে। এরপর ক্রমেই উত্তাল হয়ে উঠছে পিএসজি। আগ্রাসী মেজাজে ক্লাবটির সমর্থকরাও। মেসির পাশাপাশি চক্ষুশূল নেইমার ও মার্কো ভেরাত্তিও। এমনকি তাদের বাড়ির সামনে জড়ো হয়ে দুয়ো দিচ্ছেন তারা। যে কারণে এই খেলোয়াড়দের বাড়িতে এবং অনুশীলন গ্রাউন্ডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্যারিসের ক্লাবটি।

বুধবার দিনের শেষ ভাগে পিএসজির এই তিন তারকা খেলোয়াড়ের পাশাপাশি কোচ ক্রিস্তফ গালতিয়েরের বাড়ি সামনে জড়ো হতে থাকে সমর্থকরা। সেখানে তাদের উদ্দেশ্যে নানা অপমানজনক মন্তব্য করে স্লোগান দিতে থাকেন। এছাড়া পিএসজির প্রধান কার্যালয়ের সামনে ক্লাবটির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী 'আল্ট্রা'র পক্ষ থেকেও বিক্ষোভে অংশ নেন সমর্থকরা। যে কারণে বৃহস্পতিবার সকালেই খেলোয়াড়দের বাড়ির সামনে ও অনুশীলন গ্রাউন্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পিএসজি কর্তৃপক্ষ।

আর সমর্থকদের দুয়ো দেওয়া নানা ধরণের ভিডিও ভাইরাল হতে থাকে সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কিছু সমর্থক। এমনকি ক্ষোভ প্রকাশ করেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির প্রতিও।

পরে পিএসজির প্রধান কার্যালয় থেকে সমর্থকরা নেইমারের বাড়ির সামনে যান। 'চলে যাও নেইমার; বলে স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে মেসিকে 'ভাড়াটে খেলোয়াড়' বলেও স্লোগান দিতে থাকেন সমর্থকরা।

অবশ্য ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে খেলোয়াড়দের প্রতি সমর্থন জানিয়েছে পিএসজি, 'বুধবার কিছু মানুষের অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে পিএসজি। মতের ভিন্নতা যাই হোক না কেন, কোনো কিছুই এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। ক্লাব এই ধরনের বাজে আচরণের শিকার হওয়া খেলোয়াড়, স্টাফদের পাশে আছে।'

বর্তমানে পিএসজিতে নিষিদ্ধ মেসি। কোচের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি। কাটা যাবে তার বেতনও। আর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

3h ago