'ম্যানসিটি শুধু মাদ্রিদকে হারাবেই না তাদের ধ্বংস করবে'

ঘরোয়া প্রতিযোগিতায় যেমন তেমন চ্যাম্পিয়ন্স লিগ মানেই ভিন্ন রিয়াল মাদ্রিদ। বাজে সময়ের মধ্যেও এই প্রতিযোগিতায় ক্লাবটি যে কোনো কিছুই করে ফেলার যোগ্যতা রাখে। তবে এবার আর তেমন কোনো সম্ভাবনা দেখছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েন রুনি। ম্যানচেস্টার সিটির কাছে তারা কেবল হারবেই না, ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার রাতেই সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। স্বাগতিক এমনকি বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার পরও এই ম্যাচে রিয়ালকে ফেভারিট তালিকায় রাখছেন না বিশেষজ্ঞরা। মূলত ম্যানচেস্টার সিটির দুর্দান্ত ফর্মের কারণেই রিয়ালকে পিছিয়ে রাখছেন তারা।

তবে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা এবং ইতিহাসের কারণে তাদের অবমূল্যায়ন করা উচিত নয় বলে মনে করেন রুনি। কিন্তু বাজীটা ধরছেন সিটির পক্ষেই। সম্প্রতি দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'রিয়াল মাদ্রিদকে ম্যানচেস্টার সিটি কেবল হারাবেই না, তারা তাদের ধ্বংস করবে। আপনি কখনই মাদ্রিদের অভিজ্ঞতা এবং ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না। তবে আমি তাদের জন্য অর্থ বাজী রাখব না। আমি বিশ্বাস করি এই বছরটি সিটির।'

'অবশ্যই, আমার ভুল হতে পারে। তাদের বিরুদ্ধে যুক্তি খণ্ডন করার জন্য চ্যাম্পিয়ন্স লিগে কার্লো আনচেলত্তির মাদ্রিদের চেয়ে ভালো আর কোনো পক্ষ নেই। কিন্তু আমি মনে করি সিটি এত ভালো যে তারা অন্য স্তরে আছে,' যোগ করেন সাবেক এই ইংলিশ ফুটবলার।

তবে এক বছর আগে এই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেই সিটিকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল রিয়াল। ঘরের মাঠে সিটির বিপক্ষে ৪-৩ গোলে জিতলেও বার্নাব্যুতে ৩-১ ব্যবধানে হারে সিটি। সেবারও ফেভারিট তালিকায় বেশির ভাগ মানুষ রেখেছিল সিটিজেনদেরই। তবে এবার সিটি দল হিসেবে আরও বেশি ভালো বলে মনে করেন রুনি।

'এক বছর আগে, সিটিকে মাদ্রিদ এই পর্যায়ে প্রতিযোগিতা থেকে বের করে দিয়েছিল। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগে সিটি এবার রক্ষণেও বেশ ভালো এবং আরও ধৈর্যশীল দল। তারা তাদের ইউরোপীয় অভিজ্ঞতা থেকে শিখেছে,' সিটিকে এগিয়ে রাখার কারণ ব্যাখ্যা করে বলেন এ ইংলিশ তারকা।

অবশ্য সেবার রিয়ালের বিপক্ষে দুই লিগ মিলিয়ে নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে ছিল সিটি। কিন্তু এরপর শেষ পাঁচ মিনিটে তিনটি গোল হজম করে ছিটকে যায় তারা। এবার হালান্ড থাকায় এমন কিছু হবে না বলেই মনে করেন রুনি, 'সবচেয়ে বড় পরিবর্তন অবশ্যই আর্লিং হাল্যান্ড। সে সত্যিই এই পক্ষের (ম্যানসিটির) ভারসাম্য পরিবর্তন করেছে। বার্নাব্যুতে, আমি মনে করি সিটির পারফরম্যান্স অবিশ্বাস্য এবং পেপ তার কৌশলগুলো স্পট-অনও ছিল। তবে দলটি মাত্র পাঁচ মিনিটেই হেরে যায়, যা কখনও কখনও ঘটে। হাল্যান্ড থাকায়, এবার এমন কিছু হবে না।'

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago