গভীর নিম্নচাপ উত্তর-উত্তরপশ্চিমমুখী, কাল থেকে কমবে গরমের তীব্রতা

স্যাটেলাইট ইমেজ | ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটির গতিপথ উত্তর-উত্তরপশ্চিমমুখী বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তীতে এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্বে এগোতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১ হাজার ৪৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-২) এই তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এর কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে কোনো সতর্কবাণী দেখাতে হবে না।

তিনি দ্য ডেইলি স্টারকে আরও বলেন, 'লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টির এই পর্যায়ে মেঘ সরে ওই অঞ্চলে চলে গিয়েছিল। যে কারণে দেশের আকাশ ছিল মেঘমুক্ত। একটানা ৩-৪ দিন সূর্য কিরণ পড়ায় এবং বাতাসে আদ্রতা বেড়ে যাওয়ায় গরমের তীব্রতা বেড়েছে।'

'এখন যেহেতু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আশা করা যাচ্ছে, আগামীকাল থেকে গরমের তীব্রতা কমতে থাকবে,' বলেন তিনি।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, গভীর নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামীকাল তামিল নাড়ু, পুদুচেরি ও কর্নাটকের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago