চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হারালেন সুমন

মৌলভীবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে বাম পা কাটা পড়েছে এক যাত্রীর।

আজ শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

পা হারানো সুমন কুমার দাস বাংলাদেশি বিমান বাহিনীর তৃতীয় শ্রেণির (টিএস) বেসামরিক কর্মচারি। দুর্ঘটনার পর তাকে দ্রুত হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।  

বিমান বাহিনীর শমশেরনগর ইউনিট সূত্রে জানা যায়, ডিউটি শেষ করে কুলাউড়ায় নিজ বাড়িতে যাওয়ার জন্য সুমন পাহাড়িকা এক্সপ্রেসে ওঠার সময় নিচে পড়ে যান। এ সময় তার বাম পায়ের হাঁটুর উপরের অংশ কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। ডান পায়ের গোড়ালিতেও আঘাত পান তিনি।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

13m ago