১২ বছর পর স্বপ্নের ফাইনালে আবাহনী-মোহামেডান

সম্ভাবনাটা তৈরি হয়েছিল প্রথম সেমি-ফাইনালে মোহামেডানের জয়ের দিনই। কারণ অপর সেমিতে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিদ্বন্দ্বী ছিল আবাহনী লিমিটেড। স্বপ্নের এ ফাইনালকে পূর্ণ করতে এদিন শেখ রাসেলকে গুঁড়িয়ে দিয়েছে আবাহনী। তাতে ১২ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দলদুটি।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। গত সপ্তাহে প্রথম সেমিফাইনালে ফেভারিট বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়েছিল মোহামেডান।

এর আগে এই দুই দল শেষবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৯ সালে। অর্থাৎ ১৪ বছর আগে। সেবার শেষ হাসি হেসেছিল মোহামেডান। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালে দুই দলের শেষ লড়াইটি হয়েছিল ২০১১ সালে। সুপার কাপের ম্যাচে সেবার জয়ী হয়েছিল আবাহনী।

এদিন আবাহনীর জয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। অপর গোলটি দানিয়েল কলিনড্রেসের। ৩৪তম মিনিটে রেজাউল করিমের থ্রু বল ধরে দারুণ এক কোণাকোণি শটে দলকে এগিয়ে দেন কলিনড্রেস। বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান ফাহিম। রাফায়েল অগাস্টোর স্কোয়ার পাসে থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭১তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এই তরুণ বাংলাদেশি ফরোয়ার্ড।

আগামী ৩০ মে কুমিল্লায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এর আগে ২৩ মে গোপালগঞ্জে তৃতীয় পজিশনের ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

6h ago