৫১২ টাকা বাড়িয়ে ২ চুলার গ্যাসের দাম ১৫৯২ টাকা করতে চায় তিতাস

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

বাসাবাড়িতে ব্যবহারে গ্যাসের দাম ৪৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তিতাস। তাদের প্রস্তাব অনুযাযী, এক চুলার ক্ষেত্রে ১ হাজার ৩৮০ এবং ২ চুলার ক্ষেত্রে ১ হাজার ৫৯২ টাকা দিতে হবে ব্যবহারকারীদের।

বর্তমানে এক চুলার জন্য ৯৯০ টাকা এবং ২ চুলার জন্য ১ হাজার ৮০ টাকা দিতে হয় ব্যবহারকারীদের।

তিতাস বলছে, গত বছরের জুনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যখন বাসাবাড়িতে ব্যবহারের জন্য গ্যাসের দাম নির্ধারণ করেছে, তখন গ্যাস ব্যবহারের যে অনুমান করা হয়েছিল তারচেয়ে বেশি ব্যবহার হচ্ছে।

গত ৫ মে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই চিঠি পাঠায় বিইআরসিতে।

বিইআরসি সচিব খলিলুর রহমান খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্যাসের দাম বৃদ্ধির জন্য এটা আনুষ্ঠানিক প্রস্তাব নয়। বিইআরসির নিয়ম অনুযায়ী, বিতরণ কোম্পানিগুলো থেকে এ ধরনের প্রস্তাব পাঠানো হলে গ্যাসের দাম বাড়ানোর আগে তাদের গণশুনানি করতে হবে।'

তিনি আরও বলেন, 'তবে আমরা এই চিঠির ভিত্তিতে গণশুনানি করব না। তারা কী পেয়েছে তা নিয়ে তাদের সঙ্গে বসব এবং মূল্য নির্ধারণে আমাদের ফলাফল নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব।'

'তারা একটি চিঠি পাঠিয়েছে যে বিইআরসি যে দাম নির্ধারণ করেছিল, তার থেকে ব্যবহারকারীরা বেশি গ্যাস ব্যবহার করছেন। আমরা আগামীকাল পরিবেশক সংস্থাগুলোর সঙ্গে একটি মতবিনিময় সভা করব,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Election date to be disclosed two months before schedule: CEC

EC is preparing to hold the next national election within a short timeframe, he says

1h ago