ঢাকায় আরও ৪-৫ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আরও ৪-৫ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ছবি: স্টার

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আজ মঙ্গলবার বিকেল থেকেই বৃষ্টি হচ্ছে। ঢাকায় এই বৃষ্টি আর ৪ থেকে ৫ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তবে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে।

আজ রাত ১০টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আরও ৪ থেকে ৫ ঘণ্টা অব্যাহত থাকবে। পুরো রংপুর বিভাগ, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগের কয়েকটি জেলা ছাড়া দেশের প্রতিটি জেলায় এখন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও ২-১ দিন অব্যাহত থাকবে।'

ঢাকায় বাতাসের গতিবেগ বিষয়ে তিনি বলেন, 'সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ১০২ কিলোমিটার। তবে ঢাকায় বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ছিল ৭৪ কিলোমিটার।'

Comments

The Daily Star  | English

Israel pounds Gaza City as military takes first moves in offensive

Gaza City residents describe relentless bombardments overnight

58m ago