জায়েদা খাতুনের সমর্থকদের বিজয় উল্লাস

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ৪৮০টির কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়। 
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, গাজীপুর, আজমত উল্লা খান, জায়েদা খাতুন, মেয়র জাহাঙ্গীর,
ফল ঘোষণার পর আনন্দে মেতে ওঠেন জায়েদা খাতুনের সমর্থকরা। ছবি: রাশেদ সুমন/স্টার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ফল ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেন জায়েদা খাতুনের সমর্থকরা। তারা সমস্বরে স্লোগান দিতে শুরু করেন। পরে তাদের সঙ্গে স্থানীয়রা যোগ দিলে সেখানে লোকারণ্য তৈরি হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ৪৮০টির কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়। 

এর আগে, ভোটগ্রহণ শেষে বিকেল থেকে বঙ্গতাজ মিলনায়তনের সামনের সড়কে ভিড় বাড়তে শুরু করে। মূলত সেখান থেকেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, গাজীপুর, আজমত উল্লা খান, জায়েদা খাতুন, মেয়র জাহাঙ্গীর,
প্রতীক নিয়ে বিজয় উদযাপন করছেন জায়েদা খাতুনের সমর্থকরা। ছবি: রাশেদ সুমন/স্টার

শুরুতে বঙ্গতাজ মিলনায়তনের সামনের সড়কে জায়েদা খাতুন ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের সমর্থকরা জড়ো হন। মাঝে দুই প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থানের সম্ভাবনা দেখা দিলে প্রশাসন পরিস্থিতি সামলে নেন। সন্ধ্যা থেকে বিভিন্ন সময় দুই প্রার্থীর সমর্থকরা স্লোগান দিতে থাকেন। কিন্তু, সব কেন্দ্রের ভোট গণনা শেষে জায়েদা খাতুনকে বিজয়ী ঘোষণা করা হলে আজমত উল্লার সমর্থকরা সেখান থেকে চলে যান।

ফল ঘোষণার পর জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আগামীকাল সকাল সাড়ে ১১টার দিকে তারা সংবাদ সম্মেলন করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার পর এই মিলনায়তনে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা শুরু করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, গাজীপুর, আজমত উল্লা খান, জায়েদা খাতুন, মেয়র জাহাঙ্গীর,
ফল ঘোষণার পরপরই স্থানীয়রা জায়েদা খাতুনের সমর্থকদের সঙ্গে যোগ দেন। ছবি: রাশেদ সুমন/স্টার

সন্ধ্যায় ফল ঘোষণা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে, সেখানে দেখা মেলেনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের।

মিলনায়তনের বাইরের সড়কে উৎসুক জনতার ভিড়ের কারণে সেখানে যান চলাচলেও কিছুটা ব্যাঘাত ঘটে। রাস্তার দুপাশে খানিকটা যানজট দেখা যায়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৯টার দিকে গাজীপুরের ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছিলেন, 'সবসময়ই আমি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আজকে জনগণ যাকে নির্বাচিত করবে, আমি সেই রায় অবশ্যই মেনে নেব।'

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, গাজীপুর, আজমত উল্লা খান, জায়েদা খাতুন, মেয়র জাহাঙ্গীর,
স্থানীয়রা যোগ দিলে সেখানে লোকারণ্য তৈরি হয়। ছবি: রাশেদ সুমন/স্টার

কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে জায়েদা খাতুন বলেছিলেন, 'জয়ের ব্যাপারে আশাবাদী, হানড্রেড পারসেন্ট।'

গাজীপুর সিটি নির্বাচনে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটের পরিবেশ নিয়ে জায়েদা খাতুনও বলেছিলেন, 'আমার কোনো অভিযোগ নেই। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে।' 

তবে, বেশকিছু কেন্দ্রে নৌকার এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তারা বাকি প্রতীকের এজেন্টদের ভোটকেন্দ্রে থাকতে দেননি।

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

12m ago