ধামরাইয়ে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার ধামরাইয়ে সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজাপুর ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধামরাই থানার কাউলিপাড়া পুলিশ ফারির উপপরিদর্শক মাহবুবুর রহমান হামিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বরাতে তিনি বলেন, 'গত বৃহস্পতিবার অধ্যক্ষর কক্ষে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই অধ্যক্ষ। ওই ঘটনায় গতকাল বিকেলে থানায় মামলা হয়।'

আসামিকে গ্রেপ্তার করে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments