বর্ণবাদী আচরণের দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশংসিত বাংলাদেশের ম্যাচ অফিসিয়ালরা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ 'এ' ও বাংলাদেশ 'এ' দলের তৃতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনা। গ্যালারিতে তখন হাতেগোনা কয়েকজন দর্শক। ফিল্ডিংরত অবস্থায় থাকা ক্যারিবিয়ানদের উদ্দেশে বর্নবাদী মন্তব্য করেন এক দর্শক।
Masudur Rahman Mukul

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের বর্ণবাদী আচরণের শিকার হওয়া সাম্প্রতিক সময় বেশ আলোচিত। এরকম একটি ঘটনায় চরম লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে যাচ্ছিল বাংলাদেশও। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের উদ্দেশে এক দর্শকের বর্ণবাদী আচরণ নজরে এনে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অবশ্য পরিস্থিতি ভালোভাবেই সামাল দেওয়া গেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ 'এ' ও বাংলাদেশ 'এ' দলের তৃতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনা। গ্যালারিতে তখন হাতেগোনা কয়েকজন দর্শক। ফিল্ডিংরত অবস্থায় থাকা ক্যারিবিয়ানদের উদ্দেশে বর্নবাদী মন্তব্য করেন এক দর্শক।

কি বলা হচ্ছে তা আম্পায়ারের নজরে আনেন ক্যারিবিয়ান অধিনায়ক জশুয়া দা সিলভা। অন ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল পরে যোগাযোগ করে তৃতীয় আম্পায়ার ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে।

গ্যালারিতে ছুটে গিয়ে নিরাপত্তাকর্মীরা সেই উগ্র দর্শককে খুঁজে বের করে আটক করে বাইরে নিয়ে যান। দ্য ডেইলি স্টারকে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল দেন ঘটনার বর্ণনা, 'দ্বিতীয় দিনে গ্যালারি থেকে কিছু দুর্ভাগ্যজনক কথাবার্তা ছুটে আসছিল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তা আম্পায়ারের নজরে আনেন। পরিস্থিতি দ্রুতই সামাল দেওয়া হয়। বিষয়টি যেহেতু বর্ণবাদী আমরা তাই আইসিসির প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেই। ওয়েস্ট ইন্ডিজ দল, আম্পায়ার ও নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ।'

ক্যারিবিয়ান কাপ্তান তাদের উদ্দেশে বলা পুরো বাক্য বুঝতে না পারলেও দর্শকদের অঙ্গভঙ্গি আঁচ করতে পারছিলেন। নিরাপত্তাকর্মীরাও নিশ্চিত হন আসলে কি বলা হচ্ছে। সেই অনুযায়ী নেওয়া হয় ব্যবস্থা।

আম্পায়ার মুকুল দ্য ডেইলি স্টারকে জানান, বাংলাদেশের ম্যাচ অফিসিয়ালদের তৎপরতায় পুরো ক্যারিবিয়ান দলই ভীষণ খুশি,   'ওদের অধিনায়ক খুবই খুশি যেভাবে আমরা পরিস্থিতি সামাল দিয়েছি। সে নিজ থেকে এসে আমাকে ধন্যবাদ দিয়ে হাত মিলিয়েছে। দিনের খেলা শেষে ওদের কোচ আমাকে ও পুরো ম্যাচ অফিসিয়ালদের ধন্যবাদ দিয়েছে। আমরা ভাগ্যবান যে আমাদের লোকজন দ্রুত তৎপর হয়ে পরিস্থিতি সামাল দিতে পেরেছে।'

সেদিনের ঘটনার পর একটি গণমাধ্যমকেও এই ঘটনায় ব্যবস্থা নেওয়ায় সন্তুষ্টি জানান জশুয়া,  'এরকম জিনিস (বর্ণবাদ) বরাবরই খুব দুর্ভাগ্যজনক। আমি খুশি যে দ্রুতই এই ঘটনার ব্যবস্থা নেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

4h ago