ওডিশায় ট্রেন দুর্ঘটনা

আহত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

ওডিশার ট্রেন দুর্ঘটনা
ওডিশার ট্রেন দুর্ঘটনা। ছবি: এএফপি

ভারতের ওডিশায় শুক্রবার রাতে ৩টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় আহত ২ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাদের একজনের বাড়ি রাজশাহী এবং অন্যজনের বগুড়ায়।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাজশাহীর রাসেল-উজ-জামান (২৭) কলকাতার শালিমার থেকে চেন্নাই যাচ্ছিলেন।'

তিনি বলেন, রাসেলের এক আত্মীয় কলকাতায় বাংলাদেশ কূটনৈতিক মিশনে ফোন করে রাসেলকে বালেশ্বর হাসপাতালে ভর্তির কথা জানান।'

ওই আত্মীয়ের বরাত দিয়ে ডেপুটি হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, রাসেলকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল গভীর রাতে ওই আত্মীয়ের সঙ্গে রাসেলের টেলিফোনে যোগাযোগ হয়েছে। তবে তারপর আর কোনো যোগাযোগ হয়নি।

এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় 'নবান্ন' কর্তৃক প্রকাশিত শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেসের আহত যাত্রীদের তালিকা থেকে হাবিবুর রহমান নামে আরও এক বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।

ডেপুটি হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, হাবিবুর রহমানের বাড়ি বগুড়ায়। তাৎক্ষণিকভাবে তার বয়স জানা যায়নি।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে এবং ৯০০ জন আহত হয়েছে।  

Comments

The Daily Star  | English

Businesses oppose Ctg port tariffs hike

They said not to increase the rate by 41% at a time, but rather do it in phases

1h ago