আর্জেন্টিনার ক্লাবে ডাক পেয়েছেন ইনিয়েস্তা!

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্তিনোস জুনিয়র্সে খেলতে পারেন ইনিয়েস্তা।

বয়সটা ৩৯ ছাড়িয়েছে। কিন্তু এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই খেলে যাচ্ছেন বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। জাপানের ভিসেল কোবের অধ্যায় শেষে পারি দিতে যাচ্ছেন নতুন ঠিকানায়। এরমধ্যেই আর্জেন্টিনার ক্লাব থেকে ডাক পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার!

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্তিনোস জুনিয়র্সে খেলতে পারেন ইনিয়েস্তা। এই দলটির কোচ গ্যাব্রিয়েল মিলিতো। তার সঙ্গে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত একত্রে বার্সেলোনার হয়ে খেলেছেন ইনিয়েস্তা। দুইজনের মধ্যে বন্ধুত্বটাও দারুণ। সেই মিলিতোর কাছ থেকেই আর্জেন্তিনোস জুনিয়র্সে খেলার প্রস্তাব পেয়েছেন ইনিয়েস্তা।

ক্লাবটির চেয়ারম্যান ক্রিস্টিয়ান ম্যালাসপিনাও জানিয়েছেন এ খবরের সত্যতা। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'মিলিতো ও ইনিয়েস্তা দুজন ভালো বন্ধু। ও (মিলিতো) ইনিয়েস্তাকে আর্জেন্টিনায় আনার ব্যাপারে কথা বলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।'

এদিকে ভিসেল কোবের সঙ্গে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও আগেভাগেই বিদায় জানিয়ে দেন ইনিয়েস্তা।  তবে বুট জোড়া এখনই তুলে রাখার ইচ্ছা নেই তার। মূলত এই কারণেই আগেই জাপানের ক্লাবকে বিদায় জানান তিনি। কারণ জে লিগের মৌসুম শেষ হয় ডিসেম্বরে। কিন্তু ইউরোপ ও অন্যান্য প্রায় সব লিগেই শেষ হয় জুনে।

কদিন আগেই ভিসেল কোবেকে বিদায় জানিয়ে ইনিয়েস্তা বলেছিলেন, 'আমি খেলা চালিয়ে যেতে চাই এবং মাঠে সক্রিয় থেকেই বিদায় নিতে চাই। এখানে থেকে তা করা কঠিন। এজন্যই উপযুক্ত কোনো ক্লাব খুঁজে নিতে চাই, যেখানে আমি খেলে অবসরে যেতে পারব।'

বার্সেলোনায় দেড় যুগের বেশি সময় খেলার পর ২০১৮ সালে ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৬টি। জিতেছেন একটি করে এম্পেরর'স কাপ ও জাপানিজ সুপার কাপ। তবে বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন মোট ৩০টি ট্রফি। স্পেনের হয়ে দুটি ইউরো ও বিশ্বকাপ জিতেছেন এই মিডফিল্ডার।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank has to provide info that people have right to know: Arafat

Bangladesh Bank will have to provide all information that public has a right to know, State Minister for Information and Broadcasting, Mohammad Ali Arafat, said today

1h ago