এখন কাকে ক্লাব ছাড়তে হবে? - বার্সা বোর্ডের ওপর তোপ পিকের

pique

লা লিগা কর্তৃপক্ষের অনুমতি মিলেছে। কিন্তু এখনও লিওনেল মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারেনি বার্সেলোনা। তাকে প্রস্তাব দেওয়ার মতো অর্থই নেই ক্লাবের। নেই অন্য কোনো নতুন সাইনিংও। তাতে বার্সা বোর্ডের উপর বেজায় খেপেছেন ক্লাবটির সাবেক তারকা ডিফেন্ডার জেরার্দ পিকে।

গত নভেম্বরের শুরুতে হুট করেই ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। আর কিছু দিন আগে বিদায় বলেন জর্দি আলবা ও সের্জিও বুসকেতস। বার্সেলোনায় এই তিন তারকা ছিলেন উচ্চ বেতন ভোগী খেলোয়াড়। কিন্তু তাদের বিদায়ের পরও নতুন সাইনিংয়ের জন্য অর্থ না থাকার বিষয়টি অবাক করেছে পিকেকে।

মূলত বার্সেলোনার আর্থিক সমস্যার জন্য বার্সা বোর্ডের দায় দেখছেন পিকে, 'আমি খুবই আনন্দিত যে আমি ছেড়ে দিয়েছি। কারণ বার্সার মজুরি স্কেলে কিছু জায়গা করে দিয়েছি। কিন্তু মনে হচ্ছে, এটা সত্ত্বেও, এখনও তাদের আর্থিক সমস্যা রয়েছে। আমি ভাবছি এখন কাকে চলে যেতে হবে। তারা বলেছে আমরা (পিকে, আলবা, বুসকেতস) বেতনের (সমস্যার) জন্য দায়ী। এখন, আমরা সবাই চলে গেছি কিন্তু এখনও তারা খেলোয়াড়দের স্বাক্ষর করতে পারে না।'

সৌদি আরবের ক্লাব আল-হিলালের দুই বিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে বার্সেলোনায় ফিরতে চাইছেন মেসি। লোভনীয় প্রস্তাব রয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি থেকেও। কিন্তু নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এখন পর্যন্ত ব্যর্থ ক্লাবটি।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago