এবার তাইওয়ান প্রণালীতে চীনের ২৪ যুদ্ধবিমান

স্টার অনলাইন ডেস্ক
চীন গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। প্রতিকী ছবি: রয়টার্স
চীন গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। প্রতিকী ছবি: রয়টার্স

চীনের ২৪টি যুদ্ধবিমান আবারও তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে। সেগুলোর মধ্যে ১০টি যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ মধ্যম রেখা পার হয়ে যায়। যার ফলে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয় তাইওয়ানের বিমানবাহিনী।

দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, একইসঙ্গে চীনের ৪টি রণতরীও তাইওয়ান প্রণালীতে মহড়া চালিয়েছে।

গত ১ সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাইওয়ানের সীমানায় চীনের দ্বিতীয় মহড়া এটি। গত বৃহস্পতিবার ৩৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ে। 

চীন গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। গত ৩ বছর তারা নিয়মিত দ্বীপটির আশেপাশে যুদ্ধবিমানের মহড়া পরিচালনা করছে।

এ বিষয়ে এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তারা চীনের ২৪টি যুদ্ধবিমান শনাক্ত করেছে, যার মধ্যে আছে জে-১০, জে-১১, জে-১৬, এসইউ-৩০ যুদ্ধবিমান ও এইচ-৬ বোমারু বিমান।

বিবৃতিতে জানানো হয়েছে, অন্তত ১০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যম রেখা অতিক্রম করেছে, যেটি ২ দেশের অনানুষ্ঠানিক জলসীমা হিসেবে বিবেচিত। তবে চীন এই সীমারেখাকে স্বীকার করে না এবং দেশটি গত বছর থেকে শুরু করে এখানে নিয়মিত মহড়া চালিয়ে যাচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, চীনের ৪টি রণতরীও এই 'সম্মিলিত সামরিক প্রস্তুতি মহড়ার' অংশ ছিল।

বিবৃতিতে বলা হয়, তাইওয়ান তাদের নিজস্ব যুদ্ধবিমান, জাহাজ ও স্থল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে এবং পরিস্থিতির ওপর নজর রাখে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। বৃহস্পতিবারের মহড়া নিয়েও কোনো মন্তব্য করেনি চীন।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

5h ago