বগুড়ায় ট্রাকচাপায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তারা এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন গোলাম কবির (৪৪), জান্নাত লুবা (৪) এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১ জন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

তবে হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ হোসেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা-রংপুর রোডের হাজীপুরে বগুড়াগামী একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। স্থানীয়রা জানিয়েছেন, তারা ৩ জনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি, সেখানে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।'

ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

1h ago