নতুন ব্যাংক খুলতে মূলধন লাগবে ৫০০ কোটি টাকা

ব্যাংকের পরিশোধিত মূলধন এতদিন পর্যন্ত ছিল ৪০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক

নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের পরিশোধিত মূলধন এতদিন পর্যন্ত ছিল ৪০০ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নতুন ব্যাংক-কোম্পানি খোলার লাইসেন্সের জন্য যারা আবেদন করবে তাদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।' 

চালু ব্যাংকগুলোর জন্য এ নিয়ম প্রযোজ্য নয় কেন, জানতে চাইলে তিনি বলেন, 'অনেক ব্যাংক তাদের মূলধন বাড়াতে পারেনি, এ কারণে তাদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না।'

তিনি বলেন, 'করোনা মহামারির আগে কেন্দ্রীয় ব্যাংক মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও ব্যবসায়িক মন্দার কারণে তা বাস্তবায়ন করেনি।'

আগামীতে পরিশোধিত মূলধনের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এছাড়া, ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গত ১৪ জুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নির্দেশিকা অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক বোর্ড।

Comments