বার্সেলোনাতেই যোগ দিচ্ছেন গুন্দোগান
মৌসুমের মাঝেই বার্সেলোনাকে ইতিবাচক সাড়া দিয়েছিলেন ইকাই গুন্দোগান। কিন্তু তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালায় ম্যানচেস্টার সিটি। যে কারণে তাকে পেয়েও যেন পাওয়া হচ্ছিল না কাতালান ক্লাবটির। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নিয়েছেন এই জার্মান মিডফিল্ডার। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো ও দিয়ারিও স্পোর্ত।
সংবাদ অনুযায়ী, মিউনিখে বুধবার এ মিডফিল্ডারের শারীরিক পরীক্ষার পর বার্সার চিকিৎসকরা সবুজ সংকেত দিলে চুক্তি হয় দুই পক্ষের মধ্যে। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ দুই বছরের। অর্থাৎ আগামী ২০২৫ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির জার্সি পরে খেলবেন গুন্দোগান। সুযোগ রয়েছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর। তবে এরজন্য দ্বিতীয় মৌসুমে মোট ম্যাচের অর্ধেকেরও বেশি ম্যাচ খেলতে হবে তাকে।
চলতি বছরের শুরু থেকেই গুন্দোগানকে পাওয়ার চেষ্টায় নামে বার্সা। শেষ কয়েক মাসে তো তাকে পেতে কয়েক দফা আলোচনা করেন দুই ফুটবল পরিচালক মাতেউ আলেমানি ও জর্দি ক্রুয়েফ। গুন্দোগানের চাচা ও এজেন্ট ইলহান গুন্দোগান অবশ্য ইতিবাচক ছিলেন শুরু থেকেই। কিন্তু সিটি তাকে আরও এক বছর ধরে রাখতে চেয়েছিল। অন্যদিকে জার্মান তারকা চেয়েছিলেন লম্বা চুক্তি।
তবে চুক্তির আগে লা লিগার ফিনান্সিয়াল পলিসিতে বার্সেলোনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান গুন্দোগান। এছাড়াও বার্সার পরিকল্পনা সম্পর্কেও জানতে চান এই মিডফিল্ডার। কথা বলেছেন কোচ জাভি হার্নাদেজের সঙ্গেও। কোচের কাছ থেকে বিস্তারিত জেনে আশ্বস্ত হয়ে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাবটিতে।
বার্সেলোনা ছাড়াও গুন্দোগানকে এই মৌসুম পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। এছাড়া সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদের লোভনীয় প্রস্তাবও ছিল তার সামনে। যেখানে বার্সা থেকে পাওয়া বেতন-ভাতার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ পেতে পারতেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বার্সাকেই বেছে নেন গুন্দোগান।
Comments